আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইমরান খানকে চিঠি পাঠালেন নরেন্দ্র মোদি, কী আছে তাতে?

    আরশি কথা

    ।। আরশি কথা, ঢাকা ডেস্ক ।। প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে আন্তরিক সম্পর্ক চায় ভারত। কিন্তু সে জন্য ভীতি ও বৈরিতাশূন্য একটা আস্থার পরিবেশ অপরিহার্য। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানকে লেখা এক চিঠিতে কথাগুলো বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান দিবসে দেশটির জনগণকে শুভেচ্ছা জানাতে মোদি এই চিঠি লিখেছেন।-খবর এনডিটিভির তিনি বলেন, প্রতিবেশী হিসেবে পাকিস্তানের জনগণের সঙ্গে আন্তরিক সম্পর্ক চায় ভারত। আর সে জন্য আস্থা ও ভীতিশূন্য পরিবেশ দরকার। ভারতের সরকারি সূত্র জানিয়েছে, প্রতি বছরই পাকিস্তানকে এমন একটি চিঠি লেখা হয়। করোনাভাইরাস মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের জনগণ ও ইমরান খানের সফলতা কামনা করেছেন মোদি। ভারত ও পাকিস্তানের মধ্যকার সুসম্পর্কের আভাস হিসেবে দেখা হচ্ছে মোদির এই চিঠিকে। গত মাসে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ২০০৩ সালের অস্ত্রবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সোমবার পার্মান্যান্ট ইন্দুস কমিশন নিয়ে আলোচনা করতে ভারত সফরে গিয়েছেন পাকিস্তানি প্রতিনিধি দল। গেল আড়াই বছরের মধ্যে দুদেশের মধ্যে এটিই প্রথম কোনো বৈঠক। ২০১৯ সালে একদফা আকাশযুদ্ধের পর দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। অধিকৃত কাশ্মীর নিয়ে এই সংঘাত হয়েছিল।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ২৪শে মার্চ ২০২১
     

    3/related/default