আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আক্রান্ত বাদল চৌধুরীকে দেখতে হাসপাতালে বিরোধী দলনেতাঃ আগরতলা

    আরশি কথা

    মহুয়া কর,আরশিকথাঃ

    আক্রান্ত প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরীকে দেখতে বৃহস্পতিবার জি বি হাসপাতালে ছুটে গেলেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কথা বললেন বাদল বাবু সঙ্গে । কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে বাদলবাবুর বর্তমান পরিস্থিতির খবর নিলেন। উল্লেখ করা যেতে পারে বুধবার শহীদ ধনঞ্জয়পুর শহীদান দিবস পালন করতে গিয়ে মণিরামপুরে আক্রান্ত হয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরী। দুর্বৃত্তদের আক্রমণে মাথায় আঘাত পান বাদল বাবু।চিকিৎসার জন্য প্রথমে তাকে বিলোনিয়া মহকুমা হাসপাতাল এবং পরে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

    তার মাথায় জমাট বেঁধে আছে রক্ত। বর্বরোচিত এই হামলার পেছনে অভিযোগের তীর সরাসরি বিজেপি কর্মীদের ওপরই নিক্ষেপ করেছে সিপিআইএম। উল্লেখ্য, মানিকবাবুর মুখ্যমন্ত্রীত্ব কালে বাদল চৌধুরী রাজস্ব মন্ত্রীর দায়ভার সামলাতেন।


    আরশিকথা ত্রিপুরা নিউজ

    ৪ঠা মার্চ ২০২১
     

    3/related/default