Type Here to Get Search Results !

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে কোঅপারেশনে বাংলাদেশে ক্রিকেট একাডেমি করতে চায় রাজস্থান রয়্যালস

আবু আলী, ঢাকা, আরশিকথা ॥ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে কোঅপারেশনেবাংলাদেশে ক্রিকেট একাডেমি করতে চায় রাজস্থান রয়্যালস। এ জন্য বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান বারঠাকুরের নেতৃত্বে মিরপুরের মাঠ পরিদর্শন করেন প্রতিনিধি দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন, বিসিবির প্রধান পিচ কিউরেটর গামিনি ডা সিলভা প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের প্রতিনিধি দলের আগমনকে কেন্দ্র করে শের-ই বাংলায় হঠাৎ করে বাড়তি ব্যস্ততা দেখা গেছে । তারা পুরো স্টেডিয়ামসহ বিসিবি একাডেমি মাঠ সবকিছু দেখেন পুঙ্খনাপুঙ্খভাবে। যাচাই করেন আভ্যন্তরীণ সুযোগ-সুবিধা। এখানে আসতে পেরে খুশি রাজস্থানের চেয়ারম্যান বারঠাকুর। পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বারঠাকুর বলেন, দুই দেশকে নিয়ে যৌথ উদ্যোগে কাজ এগিয়ে যেতে চাই। বারঠাকুর বলেন ‘আমি এখানে এসেছি স্টেডিয়ামটি দেখতে যে আমরা কীভাবে বাংলাদেশ জেলা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে কোঅপারেশন করতে পারি এবং কীভাবে আমরা বিনিময় প্রোগ্রামগুলো করতে পারি সেটা দেখতে। যাতে আমরা বাংলাদেশ ও ভারতের অঞ্চলগুলো নিয়ে যৌথভাবে উন্নতি করতে পারি।’ ক্রিকেটারদের জন্য করতে চান একটি একাডেমিও। বারঠাকুর বলেন, ‘আমি ভাবছি এখানে (বাংলাদেশে) একাডেমি করবো। রয়্যাল একাডেমি। যদিও এটি এখনো চূড়ান্ত হয়নি, ভাবনার মধ্যে আছে।’ প্রতিনিধি দলের সঙ্গে থাকা বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আব্দুল বাতেন জানান তারা মিরপুরের অবকাঠামোসহ সুযোগ-সুবিধা দেখে খুশি। তবে ঠিক কী কারণে তারা হঠাৎ করে মাঠে এসেছনে এটা তিনি স্পষ্ট করে বলতে পারেননি। আব্দুল বাতেন বলেন, ‘আমার মাঠ দেখানোর দায়িত্ব ছিল আমি উনাদের মাঠ দেখিয়েছে। শের-ই বাংলাসহ একাডামি মাঠ সবকিছুই তারা ঘুরে-ফিরে দেখেছেন। মাঠের সুযোগ-সুবিধা দেখে উনারা খুব খুশি। তবে কোনো ক্যাম্প করবে কী না আমার জানা নাই। এটা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।’


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৪ঠা মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.