ব্লাড ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ও চণ্ডীগড়ের বিজেপি সাংসদ কিরণ খের। এই মুহূর্তে তিনি মুম্বইয়ে চিকিৎসাধীন। চণ্ডীগড়ের বিজেপি সভাপতি অরুণ সুদ এই কথা জানিয়েছেন। জনপ্রিয় অভিনেতা অনুপম খেরের স্ত্রী কিরণ ২০১৪ সালে প্রথমবার নির্বাচনে জয়ী হয়ে চণ্ডীগড়ের সাংসদ হন। জানা গিয়েছে, জাতীয় পুরস্কার বিজয়ী বর্ষীয়ান অভিনেত্রী মাল্টিপল মায়ালেমায় আক্রান্ত, যা ব্লাড ক্যানসারেরই একটি প্রকার। বিশেষ এক সাংবাদিক সম্মেলনে অরুণ সুদ জানিয়ে দেন, ৬৮ বছরের অভিনেত্রী-সাংসদ গত বছরের শেষ সময় থেকেই অসুস্থ। গত কয়েক মাস ধরে চলতে থাকা চিকিৎসায় আপাতত কিছুটা সুস্থ রয়েছেন তিনি।
আরশিকথা দেশ-বিদেশ
১লা এপ্রিল ২০২১