রবিবার বিকাল চারটায় শেষ হচ্ছে এডিসি নির্বাচনের সরব প্রচার। প্রচারে শেষ পর্বে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে সবক'টি রাজনৈতিক দল। সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে সবক'টি রাজনৈতিক দলই জয় নিশ্চিত বলে দাবি করেছে। মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচন ঘিরে এখন পাহাড়ে উত্তেজনার পারদ তুঙ্গে।
বিশেষ করে বিজেপি-আইপিএফটি জোট এবং প্রদ্যোত কিশোর দেববর্মণের তিপ্রা দলের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সিপিএম দলও সর্বশক্তি দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে।এদিকে কংগ্রেস অবশ্য সাংগঠনিক দুর্বলতার কারণে এবং উপজাতি নেতৃত্বের মধ্যে রাজ্যব্যাপী প্রভাবশালী মুখ না থাকায় প্রচারে অনেকটাই পিছিয়ে রয়েছে।
তাই মূলত লড়াই চলছে বিজেপি জোট, তিপ্রা দল এবং সিপিএম এর মধ্যে। শাসকদল প্রচারে ইস্যু করেছে তিন বছরে রাজ্যে উন্নয়ন এবং বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলি। তিপ্রা দলের প্রধান ইস্যু তিপ্রা ল্যান্ড। অন্যদিকে সিপিএম জ্বলন্ত সমস্যাগুলি তুলে ধরছে।মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শাসকদলের প্রচারের দায়িত্ব বলতে গেলে একা নিজের কাঁধে তুলে নিয়েছেন। এদিকে তিপ্রা দলকে একা টেনে নিচ্ছেন প্রদ্যোত। যেখানেই যাচ্ছেন পাচ্ছেন ব্যাপক সাড়াও। এদিকে সিপিএমের হয়ে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা তথা দলের পলিটব্যুরো সদস্য মানিক সরকার। এডিসি'র ২৮ টি আসনের ভোটাররা কোনদিকে রায় দেন তা জানতে এখন অপেক্ষা করতে হবে ১০ এপ্রিল পর্যন্ত। এদিকে নির্বাচন ঘিরে প্রশাসনের তরফেও চূড়ান্ত প্রস্তুতি চলছে। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীদের রবিবার ভোট সামগ্রী দেওয়া হবে। সোমবার সকাল থেকে নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা হবেন ভোট কর্মীরা। ইতিমধ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীও প্রস্তুত রাখা হয়েছে। সোমবার ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন নিরাপত্তাকর্মীরা। তাছাড়া বিভিন্ন এলাকায় পুলিশ, টি এস আরসহ আধা সামরিক বাহিনীর জওয়ানদের টহলদারি তো চলছেই।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩রা এপ্রিল ২০২১