নিজস্ব প্রতিবেদক,ঢাকা,আরশিকথাঃ
২রা এপ্রিল ২০২১ শুক্রবার বিকাল ৪.১৫ মিনিটে অমর একুশের বই মেলায় মোড়ক উন্মোচন মঞ্চে লেখক ও সাহিত্যিক খোরশেদ আলম বিপ্লব রচিত ' লাল চুড়ি ' উপন্যাসের মোড়ক উন্মোচিত হয়েছে।
আনন্দঘন পরিবেশে উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক মনি হায়দার, কবি ও সাহিত্যিক ডি কে সৈকত, প্রকাশক এএসএম ইউনুছ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জনপদ সংবাদ পত্রিকার সম্পাদক এমএম সাইফুল ইসলাম, কবি ও প্রকাশক মাহবুবা লাকি, দৈনিক বাংলাদেশের আলোর ষ্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক ফরিদ উদ্দিন সিদ্দিকী, কবি পিওনা আফরোজ, রবিউল আহসান হিরা, মোফাজ্জল হোসেন, মিঠু, মানবাধিকার কর্মী রবিউল আউয়াল রবি প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, ‘বই মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। বই মানুষের সুপ্ত প্রতিভা, মেধা-মননকে জাগ্রত করে। তাই বই পড়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।
লেখক খোরশেদ আলম বিপ্লব 'লাল চুড়ি' সম্পর্কে বলেন ' একজন অবহেলিত নারী নিজের জীবনের সমস্ত আনন্দ ইচ্ছে বিষর্যন দিয়ে আগামী প্রজন্মের জন্য মাথা উঁচু করে কতখানি পারেন দাঁড়াতে সেই সংগ্রাম তুলে ধরেছি। আশা করি পাঠক বিচার করবে লেখকের এই ক্ষুদ্র প্রয়াস কতটুকু মানুষের মনে দাগ কাটে।আরশিকথা প্রচার-বিনোদন
২রা এপ্রিল ২০২১