Type Here to Get Search Results !

১৪ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘোষণা দুই সমকামী যুগলের

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


অবশেষে ইতি পড়ল দীর্ঘ ১৪ বছরের সম্পর্কে। ঘর ভাঙল সমকামী যুগল তথা পরিচালক, চিত্রনাট্যকার, এডিটর অপূর্ব আসরানি এবং সঙ্গীত কিউরেটর প্রেমিক সিদ্ধান্ত পিল্লাইয়ের। টানা ১৪ বছর একসাথে থাকার পর প্রেমিকের সঙ্গে  বিচ্ছেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অপূর্ব  আসরানি। একটি ইনস্টাগ্রাম পোস্ট  করে নিজেদের এই বিচ্ছেদের কথা সরাসরি ঘোষণা করেছেন পরিচালক অপূর্ব  আসরানি। এদিন নিজের  ইনস্টাগ্রামে একটি আবেগঘন  পোস্ট করে তিনি লেখেন, “অত্যন্ত দুঃখের একটি খবর। সিদ্ধান্তের সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে। সমকামী সমাজে আমরা দুজনে আদর্শ উদাহরণ ছিলাম। সেই কারণে এটা আরও হতাশার। কিন্তু, ১৪ বছরের সম্পর্কে আমাদের কাছে প্রতিটা মুহূর্তই মূল্যবান। সমকামী দম্পতিদের থেকে প্রেরণা নেওয়ার খুব বেশি নজির ভারতে নেই। আমরা সেই পথ বেছে নিয়েছিলাম। ভারতে সমকামী দাম্পত্যের ক্ষেত্রে আমরাই প্রথম প্রজন্ম। সাহসিকতার সঙ্গে আমরা ভালোবাসার বহিঃপ্রকাশও করেছি। আমার কোনও আক্ষেপ নেই।’ শুধু তাই নয়,  সমকামীদের অধিকার নিয়ে বারবার সরব হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এডিটর অপূর্ব আসরানি । অপূর্ব তার শুভাকাঙ্ক্ষীদের তাঁদের  সম্পর্কের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনও রকম জল্পনা না ছড়ানের জন্যও বলেছেন। তিনি বলেন, “আমাদের এই কঠিন সময়ে আশা করি সকলে পাশে থাকবেন। কোনও রকম গুজব ছড়াবেন না।”  অপূর্ব  আসরানির তৈরি ‘আলিগড়’, ‘শাহিদ’ এবং ‘সত্য’ ছবির এডিটিং  এক কথায় অনবদ্য । এডিটিং  জগতে তাঁর এই অনবদ্য অবদানের জন্য ২০০১ সালে জিতেছিলেন জাতীয় পুরস্কার। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে আরও অনেক পুরস্কার।


আরশিকথা দেশ-বিদেশ

৪ঠা এপ্রিল ২০২১ 
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.