কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউয়ের ক্রমবর্ধমান সংক্রমণের ঘটনা ও আবাসিকদের নিরাপত্তার জন্য বিভিন্ন সামাজিক সংস্থাচালিত কিংবা টিটিএএডিসি ও টিটিডব্লিউআরইআইএস চালিত জনজাতি কল্যাণ দপ্তর এর অধীন সকল আবাসিক ও কোচিং সেন্টারগুলি ১মে থেকে বন্ধ থাকবে। জনজাতি কল্যাণ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়ে বলা হয়েছে পুনরায় আদেশ জারি না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তাছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বোর্ডিং হাউস, আবাসিক গুলিতে এবং কোচিং সেন্টার বন্ধ থাকাকালীন সময়ে কোনো অর্থ প্রদান করা হবে না। এদিকে রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আগরতলা কৃষ্ণনগরের ভগিনী নিবেদিতা ছাত্রী নিবাসসহ-দপ্তর অধীনস্থ সকল আবাসিক গুলিও ১ মে থেকে বন্ধ থাকবে। তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে সংবাদ জানিয়ে বলা হয়েছে পুনরায় আদেশ জারি না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। একইভাবে এই সময়ে কোনো অর্থ প্রদান করা হবে না। এই সময়ের সমস্ত আবাসিক কোচিং সেন্টার যাতে নিরাপদ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা দেখাশোনার দায়িত্বে থাকবেন আবাসিকগুলির তত্ত্বাবধায়করা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩০শে এপ্রিল ২০২১