Type Here to Get Search Results !

সমালোচনার মুখে রাত পেরোতেই সিদ্ধান্ত বদল: স্বল্প সঞ্চয়-এ সুদের হার কমছে না : সীতারমন

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


স্বল্প সঞ্চয়-এ সুদের হার কমছে না। রাত পেরোতেই সিদ্ধান্ত বদল। গত বৃহস্পতিবার সকালে টুইট করে একথা জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন এখনই সুদের হারে কোনো পরিবর্তন ঘটছে না। বরং ২০২১-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সুদের যে হার ছিল তাই অব্যাহত থাকবে। তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর সুদের হার আগের মতই থাকবে, নাকি নয়া ঘোষণা অনুযায়ী কমবে তা এখনও খোলাসা করেননি সীতারামন। তিনি জানিয়েছেন, অসাবধানতাজনিত যে নির্দেশ দেয়া হয়েছিল তা তুলে নেওয়া হবে। উল্লেখ্য, বুধবার রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিক স্বল্প সঞ্চয় এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর সুদের হার কমানো সিদ্ধান্তের কথা ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। তারপর সকাল থেকে সুদের হার অপরিবর্তিত থাকবে বলে জানান সীতারামন। বৃহস্পতিবার সকালে টুইটারে তিনি লেখেন, ২০২০-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে কেন্দ্রীয় স্বল্প সঞ্চয় প্রকল্প গুলিতে সুদের হার যা ছিল তাই থাকবে অর্থাৎ ২০২১ এর মার্চ পর্যন্ত সুদের হার যা ছিল তা অপরিবর্তিত থাকছে ভুল করে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হবে।বুধবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক যে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাতে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এর সুদের হার ৬.৪ শতাংশ থেকে কমে ৫.৯ শতাংশ করা হয়। পোস্ট অফিসের মেয়াদি আমানত ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রেও সুদের হার ০.৪ শতাংশ থেকে ১.১শতাংশ কমানো হয়। পিপিএফ এর সুদের হার ৭.১ শতাংশ থেকে কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়। যা গত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন এসে ঠেকে।


আরশিকথা দেশ-বিদেশ

১লা এপ্রিল ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.