Type Here to Get Search Results !

দেশে রেকর্ডের পর রেকর্ড ভাঙছে করোনা গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ লক্ষ ৩৪ হাজার

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


করোনার দ্বিতীয় ঢেউ আরও দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ভারতে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। করোনার কামড়ে মৃত্যু হয়েছে ১৩৪১ জনের। তুলনায় সুস্থতার হার কম। একদিনে ১ লক্ষ ২৩ হাজার ৩৫৪ জন সুস্থ হয়ে ফিরেছেন। বাড়ছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ ১৬ লক্ষ ৭৯ হাজার ৭৪০ জন। চলতি সপ্তাহেই ২ লক্ষ পেরিয়েছিল শুক্রবার দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল প্রায় ২ লক্ষ ১৭ হাজার। শনিবার তা আরও বাড়ল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূ্র্তে দেশে করোনার ছোবলে মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৬৪৯। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ২২০ জনের। 


আরশিকথা দেশ-বিদেশ

১৭ই এপ্রিল ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.