গোটা দেশজুড়ে ত্রাস চালানোর পর এবার রাজ্যেও ত্রাস সৃষ্টি করছে মারণব্যাধি করোনা। এবার আক্রান্ত হলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন। সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার নিজেই খবর দিলেন উপমুখ্যমন্ত্রী। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। উল্লেখ করা যেতে পারে বুধবারই সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগত পেইজে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজেই জানিয়েছিলেন কোভিড আক্রান্ত হওয়ার খবর। একইভাবে বৃহস্পতিবার উপমুখ্যমন্ত্রীর করোনা আক্রান্ত হবার খবর জানাজানি হতেই রাজ্যজুড়ে আতঙ্ক ছড়াবে তা বলাই বাহুল্য। এদিকে বৃহস্পতিবার সর্বকালের রেকর্ড ভেঙে ফেলেছে করোনা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ, ২৬ হাজার ৭৮৯ জন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৮ই এপ্রিল ২০২১