আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল প্রকাশিত

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


    রবিবার নির্বাচনী ফলাফল প্রকাশিত হল পাঁচ রাজ্যের। যদিও গোটা দেশের নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে। সে রাজ্যের ক্ষমতা ধরে রাখতে সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। এখানে বিরোধী দল হিসেবে থাকছে বিজেপি। এদিকে কংগ্রেস ও সিপিএম বাংলা থেকে কার্যত ধুয়েমুছে সাফ। প্রতিবেশী রাজ্য আসামে ক্ষমতায় থাকলো বিজেপি দল। গত নির্বাচনের চাইতে এবার আরও ভালো ফল করেছে পদ্ম শিবির। সফল হিমন্ত বিশ্বশর্মা ও সর্বানন্দ সানোয়াল জুটি । পাশাপাশি মুখ থুবরে পড়েছে কংগ্রেস জোট। কেরালার এনডিএফ ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। এদিকে ফের পরাজয়ের মুখ দেখতে পেল কংগ্রেস তথা ইউডিএফকে। দক্ষিণের আরেক রাজ্য তামিলনাড়ুতে সরকার পরিবর্তন হচ্ছে। পরাজয়ের মুখ দেখতে হয় এআইএডিএমকে-কে। ক্ষমতায় ফিরছে ডিএমকে। পন্ডিচেরিতে জয়ী হয়েছে এনডিএ। অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা অধিকাংশ সংস্থাগুলির মিলে গেছে। পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল আগামীদিনের নির্বাচনগুলোতে কিংবা লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা বলবে সময়ই।


    আরশিকথা দেশ-বিদেশ

    ২রা মে ২০২১
     

    3/related/default