দীর্ঘ খেলা শেষে ভোটের গণনায় বাংলায় তৃতীয়বারের মতো তৃণমূলের জয় জয়কার। আর ফলাফল সামনে আসার পরই সৌজন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী। টুইট করে জয়ের জন্য শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকে। রবিবার টুইটারে মোদি লেখেন, “বাংলায় জয়ের জন্য মমতা দিদি ও তৃণমূলকে শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের মানুষের সবরকম চাহিদা পূরণের চেষ্টা করবে কেন্দ্র। পাশাপাশি কোভিড মোকাবিলাতেও রাজ্যের পাশে থাকবে সরকার।” তবে বাংলায় উল্লেখযোগ্যভাবে বিজেপির আসন সংখ্যা বাড়াকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন মোদি। দলীয় কর্মীদের চাঙ্গা করতেও বার্তা দিলেন মোদি। টুইট করেন, “আমাদের দলকে আশীর্বাদ দেওয়ার জন্য আমি বাংলার ভাইবোনদের ধন্যবাদ জানাতে চাই। গতবারের তুলনায় এবার উল্লেখযোগ্যভাবে আমাদের আসন সংখ্যা বেড়েছে। এভাবেই মানুষের জন্য কাজ করে যাব আমরা। নিজেদের সেরাটা দিয়ে লড়ার জন্য আমার দলের প্রত্যেক কর্মীকেও সাধুবাদ জানাই।”
আরশিকথা দেশ-বিদেশ
২রা মে ২০২১