করোনা নিয়ে স্বত্বঃপ্রণোদিত এক মামলায় শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। তাতেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলিকে লকডাউন নিয়ে চিন্তাভাবনা করতে বলে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে করোনা নিয়ে বেশ কয়েকটি নির্দেশিকাও দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্যগুলিকে বলে, অতিরিক্ত জন সমাগম বন্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হোক। করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে কেন্দ্র এবং রাজ্যগুলি লকডাউন জারি করার বিষয়েও ভেবে দেখতে পারে বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। তবে লকডাউনের ফলে সামাজিক এবং অর্থনৈতিক যে প্রভাব পড়বে, সেই দিকটিও বিবেচনা করতে হবে যাতে সাধারণ মানুষ চরম বিপদে না পড়েন।
আরশিকথা দেশ-বিদেশ
৩রা মে ২০২১