আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাবধানতাই পারে কোভিড সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে : মুখ্যমন্ত্রী

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার জেলা সদর আমবাসা ও কমলপুর মহকুমার কোভিড কেয়ার সেন্টারগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী প্রথমে আমবাসা রেলওয়ে গেস্ট হাউসের ডেডিকেটেড কেয়ার সেন্টার পরিদর্শন করেন। এই কোভিড কেয়ার সেন্টারের অক্সিজেন বেড ইউনিট, আই সি ইউ ইউনিটটি পরিদর্শন করেন এবং সেন্টারের পরিষেবা সংক্রান্ত বিষয়ে খোঁজ-খবর নেন। এখানে মুখ্যমন্ত্রী সংক্রমিত মহিলা রোগীদের জন্য তৈরি ওয়ার্ডটিও পরিদর্শন করেন।



    পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, একমাত্র সাবধানতাই পারে আমাদের কোভিড সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে। রাজ্যে ৪৫ ও তার ঊর্ধ্ব বয়সের নাগরিকদের কোভিড ভ্যাকসিনেশন বড় মাত্রায় সম্পন্ন হয়েছে। আজ থেকে শুরু হয়েছে ১৮ থেকে ৪০ বৎসর বয়সের নাগরিকদের কোভিড ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী বলেন, সরকার কোভিড টিকাকরণে গুরুত্ব দিয়েছে। কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে। কোভিড সংক্রমিতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা জেলা ও মহাকুমা স্তরে করা হয়েছে। এই কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী আমবাসা পঞ্চায়েতিরাজ ট্রেনিং ইনস্টিটিউটের কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন। এখানে ১৩০টি সজ্জা রয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৭৭জন। এখানে মুখ্যমন্ত্রী সংক্রমিতদের সাথে কথা বলেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না সে বিষয়েও মুখ্যমন্ত্রী রোগীদের কাছ থেকে জেনে নিন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ১৩ই মে ২০২১
     

    3/related/default