আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভোট পর্ব সম্পন্ন হতেই ফের বাড়লো পেট্রোল-ডিজেলের দাম

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


     ভোটের সময়ে দাম কমেছিল কয়েকবার। এবার তা বেড়েছে। প্রায় ২ মাস পর নতুন করে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। মঙ্গলবার একসঙ্গে বেড়েছে পেট্রোল ও ডিজেল উভয়ের দামই। পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণা হয়ে গিয়েছে। তারপরই দাম বাড়ল জ্বালানির। একসঙ্গে অনেকটা দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের।আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬৭ মার্কিন ডলারের আশেপাশে ছিল। বলা হচ্ছে অনেক দিন দাম বাড়েনি। কিন্তু আন্তর্জাতিক বাজারে সেই দাম বেড়েছিল। তাই লোকসান হচ্ছিল। সেই লোকসান মেটাতে অল্প অল্প করে দুই থেকে তিন টাকা দাম বাড়ানো হতে পারে জ্বালানির দাম। এমনটাই আগে জানানো হয়েছিল। মে মাসের প্রথম সপ্তাহেই সেই দাম বাড়তে পারে বলেও পূর্বাভাস মিলছিল। ঠিক সেটাই হল। গড়ে ১৫ পয়সা করে দাম বেড়েছে জ্বালানির।  


    আরশিকথা দেশ-বিদেশ

    ৪ঠা মে ২০২১ 

    3/related/default