আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে জেলে ফিরলেন আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


     করোনামুক্ত হয়ে অবশেষে মঙ্গলবার দিল্লির এইমস থেকে ছাড়া পেলেন আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন। ফের তিহার জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হল তাঁকে। এপ্রিলের ২৪ তারিখ থেকে ওই হাসপাতালে ভরতি ছিলেন তিনি। এপ্রিলের শেষ সপ্তাহের গোড়াতেই জেলবন্দি রাজন করোনা আক্রান্ত হন। সেই সময় জানা গিয়েছিল, গোটা জেলের ২২৭ জন সংক্রমিত হয়েছেন করোনায়। তাঁদের মধ্যে ৬০ জন জেলকর্মী। বন্দিদের মধ্যে অন্যতম ছিলেন রাজন। এমনও শোনা গিয়েছিল, মারণ ভাইরাসের ছোবলের কারণে তাঁর একাধিক অঙ্গ কাজ করছে না। শেষ পর্যন্ত সব জল্পনাকে মিথ্যেয় পরিণত করে সংক্রমণমুক্ত ৬১ বছরের রাজন।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১১ই মে ২০২১

    3/related/default