কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যের সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকারি প্যানেল। ওই প্যানেল প্রস্তাব দেয়, ১২ থেকে ১৬ সপ্তাহ ব্যবধান বাড়ানো যেতে পারে। দেশে তীব্র ভ্যাকসিন সঙ্কটের মধ্যে এই প্রস্তাব দেয় সরকারি প্যানেল। কোভিশিল্ড নিয়ে বিশেষজ্ঞ কমিটির প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রীয় সরকারি প্যানেল জানিয়েছে, কোভ্যাক্সিনের ক্ষেত্রে দুই ডোজের সময়সীমা বাড়ানো নিষ্প্রয়োজন। করোনা আক্রান্ত হলে ভ্যাকসিন পরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ওই প্যানেলের তরফে। কেন্দ্রীয় সরকারি প্যানেল পরামর্শ দিয়েছে, সুস্থ হয়ে ওঠার ৬ মাস পর টিকা নেওয়া যাবে। উল্লেখ্য, এর আগে গত ২২ মার্চ দুটি ডোজের মধ্যে সময়সীমা বাড়ানো নিয়ে একটি নির্দেশিকা দেয় কেন্দ্রীয় সরকার। যেখানে বলা হয়, দু’টি ডোজের মধ্যে আট সপ্তাহ অর্থাৎ ৫৬ দিন তফাৎ রাখলে আরও ভাল ফল পাওয়া যাবে। তার আগে পর্যন্ত দুটি ডোজের মধ্যে তফাৎ ছিল ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিনের।
# বিজ্ঞাপন #
এবার ৬ থেকে ৮ সপ্তাহের বদলে ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধান বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় সরকার। যদিও প্রথম থেকেই কোভ্যাকসিনের ক্ষেত্রে দুটি টিকার ব্যবধান ৪ সপ্তাহই রাখা হয়েছে।
আরশিকথা দেশ-বিদেশ
১৩ই মে ২০২১