শেষ পর্যন্ত অবশ্য নিজের ভুলটা স্বীকারই করে নিলেন যোগগুরু বাবা রামদেব। পাশাপাশি অ্যালোপ্যাথি নিয়ে কটূ মন্তব্য করার জন্য ক্ষমা চাইলেন। শুধু তাই নয়, নিজের ওই মন্তব্য প্রত্যাহারও করে নিলেন রামদেব। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে পালটা চিঠি লেখার পাশাপাশি টুইটও করেন তিনি।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে যোগগুরুকে বলতে শোনা গিয়েছিল,”অ্যালোপ্যাথি চিকিৎসা আসলে বোকামি। চিকিৎসার নামে তামাশা চলে। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে।” যোগগুরুর দাবি ছিল, করোনার বিরুদ্ধে একের পর এক অ্যালোপ্যাথি ওষুধ ব্যর্থ হচ্ছে কারণ, ওই চিকিৎসাপদ্ধতিতে রোগের আসল কারণ অনুসন্ধানই করা হয় না। রামদেবের বক্তব্যের পরই গোটা দেশ যোগগুরুর বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। এরপরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দু’পাতার চিঠি লিখে তাঁকে এই বক্তব্য প্রত্যাহার করে নিতে বলেন। এরপরই জবাবে রামদেব টুইটে নিজের বক্তব্য প্রত্যাহার করেন, পাশাপাশি ক্ষমাও চান। এদিকে রামদেব তাঁর মন্তব্য প্রত্যাহার করে নেওয়ায় পালটা আবার প্রশংসাও করেছেন হর্ষবর্ধন।
আরশিকথা দেশ-বিদেশ
২৪শে মে ২০২১