Type Here to Get Search Results !

রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা সাত সহস্রাধিকঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ হাজার,৪৭১ জন। এরমধ্যে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৮২৪ জন এবং ৬,৬৪৭ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মন্ত্রী রতন লাল নাথ।

তিনি বলেন, করোনা অতিমারি মোকাবেলায় ক্ষেত্রে রাজ্য সরকার টিকাকরণ, টেস্টিং এবং সতর্কতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। শ্রীনাথ বলেন, রাজ্যে গত ২৬মে পর্যন্ত মোট ১৫ লক্ষ, ৬৭ হাজার, ১৫৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকাকরণ করা হয়েছে ১০ লক্ষ, ৬০ হাজার,৪২  টি এবং দ্বিতীয় ডোজ টিকাকরণ করা হয়েছে ৫ লক্ষ ৭হাজার ১১১টি‌।
তিনি জানান, রাজ্যে আরো এক লক্ষ ভ্যাকসিন এসে পৌঁছেছে বৃহস্পতিবার। বর্তমানে রাজ্যে মোট ১ লাখ ৮১ হাজার,৪২১টি ভ্যাকসিন মজুত রয়েছে। তিনি বলেন, কোভিড আক্রান্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল আইএলএস-কে রেট কমানোর জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তিনি জানান,টিএমসি ইতিমধ্যেই কোভিড আক্রান্ত রোগীর চিকিৎসার রেট কমিয়ে দিয়েছে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৭শে মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.