প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি ২০শে আগস্ট ১৯৪৪ সালে জন্মগ্রহন করেছিলেন।জন্মসূত্রে তিনি ছিলেন গান্ধী পরিবারের।২১শে মে ১৯৯১ সালে দেশের জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছে্ন। অকালেই ওনাকে আমাদের হারাতে হলো। মাত্র ৪০ বছরে মাতা শ্রীমতি ইন্দিরা গান্ধী হত্যার পর তিনি'ই শক্ত হাতে দেশকে এগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা করেছিলেন।ওনার স্বপ্নের অতি আধুনিক পদ্ধতির দূরভাষ পরিষেবা আজ ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। তথ্য প্রযুক্তির প্রসার ঘটানোর চিন্তা ওনার হাত ধরে'ই শুরু হয়েছিলো। স্বপ্নকে বাস্তব করে নতুন প্রজন্মে'র হাতে তিনিই তুলে দিয়েছিলেন কম্পিউটার প্রযুক্তি,তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি। এছাড়া যুবক-যুবতিদের ১৮ বছর বয়সেই ভোটদাতার সম্মান দিয়েছেন। দিয়েছেন পঞ্চায়েতরাজ এর মতো সাংবিধানিক ব্যবস্থা, মহিলাদের জন্য পঞ্চায়েত ও পৌরসভাতে আসন সংরক্ষন ব্যবস্থা প্রভৃতি যার মাধ্যমে দেশ আজ নতুন দিশা দেখতে শিখেছে।
এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের মানুষ আজ রাজীব গান্ধীজীর মত মহান নেতার অভাব অনুভব করছেন।
সুমন ইসলাম
জেলা যুব কংগ্রেস সভাপতি,উদয়পুর
২১শে মে ২০২১