Type Here to Get Search Results !

প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী'র স্মরণে" --- সুমন ইসলাম, জেলা যুব কংগ্রেস সভাপতি,উদয়পুর

প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি ২০শে আগস্ট ১৯৪৪ সালে জন্মগ্রহন করেছিলেন।জন্মসূত্রে তিনি ছিলেন গান্ধী পরিবারের।২১শে মে ১৯৯১ সালে দেশের জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছে্ন। অকালেই ওনাকে আমাদের হারাতে হলো। মাত্র ৪০ বছরে মাতা শ্রীমতি ইন্দিরা গান্ধী হত্যার পর তিনি'ই শক্ত হাতে দেশকে এগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা করেছিলেন।ওনার স্বপ্নের অতি আধুনিক পদ্ধতির দূরভাষ পরিষেবা আজ ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। তথ্য প্রযুক্তির প্রসার ঘটানোর চিন্তা ওনার হাত ধরে'ই শুরু হয়েছিলো। স্বপ্নকে বাস্তব করে নতুন প্রজন্মে'র হাতে তিনিই তুলে দিয়েছিলেন কম্পিউটার প্রযুক্তি,তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি। এছাড়া যুবক-যুবতিদের ১৮ বছর বয়সেই ভোটদাতার সম্মান  দিয়েছেন। দিয়েছেন পঞ্চায়েতরাজ এর মতো সাংবিধানিক ব্যবস্থা, মহিলাদের জন্য পঞ্চায়েত ও পৌরসভাতে আসন সংরক্ষন ব্যবস্থা প্রভৃতি যার মাধ্যমে দেশ আজ নতুন দিশা দেখতে শিখেছে।

আজ বর্তমানে দেশের মানুষকে যে আধুনিককতার স্বপ্ন দেখানো হচ্ছে  তা সব'ই এইসব প্রযুক্তি'র ফসল। শুধু মোড়কটা চকচকে আর কিছু'ই নয়। আজ এই করোনার মহামারী পরিস্থিতিতে আমাদের দেশের যে অবস্থা তা আমাদের বুঝতে কোন অসুবিধা হচ্ছে না। এক বছর আগে চিনে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিলো।করোনার কারণে চিনে কত জন লোক মারা গিয়েছিলো সেটা আমাদের জানতে হবে। চিনের যে জায়গাতে সর্ব প্রথম করোনার সংক্রমণ দেখা দেয় সেখানে রোগীদের দ্রুত সুস্থ করার লক্ষ্যে কেবলমাত্র কয়েকদিনের মধ্যে তৈরী করা হয় দশ হাজার বেডযুক্ত হাসপাতাল । আমার মনে হয়'না যে আমাদের দেশে এখন পর্যন্ত করোনা মোকাবিলায় দশ হাজার বেডযুক্ত কোন হাসপাতাল তৈরী হয়েছে কিনা। যে জায়গায় করোনার প্রথম ঢেউ থেকে সরকারের শিক্ষা নিয়ে করোনার ২য় ঢেউ এর সঙ্গে জোরদার ভাবে মোবাবিলা'র করার কথা ছিল সে জায়গায় আজ করোনার প্রথম ঢেউয়ের তুলনায় ২য় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ।

এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের মানুষ আজ রাজীব গান্ধীজীর মত মহান নেতার অভাব অনুভব করছেন।


সুমন ইসলাম

জেলা যুব কংগ্রেস সভাপতি,উদয়পুর

২১শে মে ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.