শপথগ্রহণের পরই বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে করোনার মোকাবিলায় একগুচ্ছ বিধিনিষেধের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে অন্যতম, বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে লোকাল ট্রেন। পরে মুখ্যসচিব বিবৃতি দিয়ে জানালেন, আপাতত ১৪ দিন বন্ধ থাকছে লোকাল ট্রেন পরিষেবা। বাস ও মেট্রোর সংখ্যা কমানো হবে ৫০ শতাংশ। ভিন রাজ্য থেকে আসা বাস ও ট্রেন যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা রিপোর্ট বাধ্যতামূলক।এদিকে, রাজ্য সরকারের নির্দেশ মেনে রেল বিবৃতি দিয়েছে,অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হচ্ছে লোকাল ট্রেন। স্পেশাল, পার্সেল ট্রেন ও মালগাড়ি চালু থাকবে।
আরশিকথা দেশ-বিদেশ
৫ই মে ২০২১