অতিমারীর এই সময়ে দাঁড়িয়ে সকলের কুর্নিশ পেয়ে চলেছেন কোভিড যোদ্ধারা। তাঁদের অন্যতম হলেন নার্সরা। বুধবার আন্তর্জাতিক নার্স দিবসে তাই নতুন করে সকলের শুভেচ্ছা ও ভালবাসা বর্ষিত হচ্ছে সেবিকাদের প্রতি, যাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও সংক্রমিত মানুষদের সেবা করতে এ মুহূর্তও ভাবেন না। আজকের দিনে তাঁদের শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু থেকে শুরু করে বিনোদন দুনিয়া কিংবা সাধারণ মানুষরাও। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লেখেন, ‘‘আন্তর্জাতিক নার্স দিবসে কঠোর পরিশ্রমরত নার্স, যাঁরা কোভিড-১৯-এর সঙ্গে যুদ্ধ করছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা। তাঁদের কর্তব্যজ্ঞান, সহমর্মিতা ও সুস্থ ভারত গড়ার প্রতি দায়বদ্ধতা সত্যিই দৃষ্টান্তস্বরূপ।’’ উল্লেখ্য,আজকের দিনেই জন্মেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আধুনিক নার্সিংয়ের জন্ম কার্যত তাঁর হাতেই। ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে খ্যাত এই মহীয়সী নারী ক্রিমিয়ার যুদ্ধক্ষেত্রে যেভাবে আহত সৈন্যদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন কিংবদন্তি হয়ে রয়েছে। গভীর রাতে হাসপাতালে করিডরে দেখা যেত আলো হাতে তাঁর হেঁটে যাওয়া। তাঁর জন্মদিনটিকেই বেছে নেওয়া হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে।
আরশিকথা দেশ-বিদেশ
১২ই মে ২০২১