আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফাঙ্গাস ইনফেকশন সংক্রামক নয় : এআইআইএম প্রধান

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস নিয়ে মানুষের তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে ধারণা তৈরী হয়েছে এটি করোনা ভাইরাসের মত সংক্রামক। তবে সেই মিথকে উড়িয়ে দিলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের পরিচালক ডঃ রণদীপ গুলেরিয়া। তিনি স্পষ্ট জানান, ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস সংক্রামক নয়। একজন থেকে অন্য জনের শরীরে ছড়ায় না। উত্তর প্রদেশে নতুন এক ফাঙ্গাসের সংক্রমণের খবর সামনে এসেছে। যাকে ইয়েলো ফাঙ্গাস নাম দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন যে, ইয়েলো ফাঙ্গাস, ব্ল্যাক বা হোয়াইট ফাঙ্গাসের থেকে মারাত্মক হতে পারে কারণ এটি দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে প্রভাবিত করে। এটি সাধারণ মানুষের মধ্যে আরোও আতঙ্ক বাড়িয়েছে।এইমস প্রধান জানিয়েছেন, ফাঙ্গাস জাতীয় সংক্রমণকে রং দিয়ে পরিচয় করার দরকার নেই। এরফলে মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে। সংক্রমনটি ঠিক কোথায় হচ্ছে তার উপর নির্ভর করে তার রং পরিবর্তন হয়। আর এই ফাঙ্গাস একজন থেকে অন্য জনের শরীরে ছড়ায় না।


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৪শে মে ২০২১
     

    3/related/default