আগামী ২৬ মে কৃষক আন্দোলনের ছ’মাস পূর্তি হবে। ওই দিন দেশজুড়ে ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানিয়েছে ওই সংগঠনের শীর্ষ নেতা বলবীর সিং রাজেওয়াল। এদিকে রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে ঘিরে বিক্ষোভ দেখান কৃষকরা। বিক্ষোভকারীদের সরাতে লাঠি চালায় পুলিশ। যার জেরে জখম হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। কালাদিবস পালন সম্পর্কে ভারচুয়াল সাংবাদিক সম্মেলন থেকে রাজেওয়াল জানান, “২৬ মে কৃষক আন্দোলন ছ’মাসে পা দেবে। আবার ওই দিনই মোদির নেতৃত্বাধীন সরকার ৭ বছরে পা দেবে। আর এই সরকার কৃষি বিরোধী। তাই ওই দিন দেশজুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছি।” তবে করোনা পরিস্থিতিতে কৃষকরা জড়ো হয়ে আন্দোলন করবেন না। বদলে নিজেদের বাড়ি, ট্রাক্টর, দোকানে কালো পতাকা ঝুলিয়ে প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি, ওইদিন বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ হবে বলে জানিয়েছেন তিনি।
আরশিকথা দেশ-বিদেশ
১৬ই মে ২০২১