করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। যে কারণে নতুন করে লকডাউনের পথে হেঁটেছে যোগী আদিত্যনাথের সরকার। সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বড় অস্ত্র টিকাকরণ। কিন্তু এখনও ভ্যাকসিন নিতে অনীহা দেখা যাচ্ছে অনেকের মধ্যেই। আর সেই কারণেই নয়া পন্থা নিয়েছে ফিরোজাবাদ জেলা প্রশাসক। সেখানকার সরকারি কর্মীদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত তাঁরা ভ্যাকসিন নেবেন, ততক্ষণ বেতন আটকে রাখা হবে। জেলাশাসক চন্দ্র বিজয় সিং মৌখিকভাবে জানিয়েছেন, ‘নো ভ্যাকসিনেশন, নো স্যালারি।’ অর্থাৎ ভ্যাকসিন না নিলে বেতন দেওয়া হবে না। এক্ষেত্রে কর্মীদের মে মাসের বেতন আটকে দেওয়া হবে।এখনও পর্যন্ত ভ্যাকসিন নেননি, এমন কর্মীদের একটি তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। তাঁরা দ্রুত কোভিড টিকা না নিলে মে মাসের বেতন পাবেন না। জেলার মুখ্য উন্নয়ন আধিকারিক চর্চিত গৌরের কথায়, “বেতন আটকে যাওয়ার ভয়ে প্রত্যেকেই ভ্যাকসিন নেবেন বলেই আশা করা যায়।”
আরশিকথা দেশ-বিদেশ
২রা জুন ২০২১