বাড়ানো হলো করোনা কারফিউ'র মেয়াদ। আগামী ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। তবে এবার আগরতলা পুর নিগমসহ মোট ১২ টি স্থানে বলবৎ থাকবে করোনা কারফিউ। বারোটি স্থানের মধ্যে রয়েছে আগরতলা পুর নিগম, মোহনপুর পুর পরিষদ, রানীরবাজার পুর পরিষদ জিরানিয়া নগর পঞ্চায়েত, উদয়পুর পুর পরিষদ, বিশালগড় পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, কৈলাশহর পুর পরিষদ, পানিসাগর নগর পঞ্চায়েত, খোয়াই পুর পরিষদ, বিলোনিয়া পুরো পরিষদ এবং শান্তিরবাজার পুর পরিষদ। করোনা ডে কারফিউ চলবে ১৯ জুন থেকে ২৫ জুন দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। পাশাপাশি নাইট কারফিউ চলবে ১৮ জুন থেকে ২৬ জুন সন্ধ্যা ছটা থেকে সকাল ৫ টা পর্যন্ত। এই ১২ টি স্থানে আগের মতই দোকানপাট, বাজার খোলা থাকবে সকাল ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত। অনুমতি দেয়া হয়নি শপিংমলগুলি খোলার। পাশাপাশি অন্যান্য সব বিধি-নিষেধ আগের মতোই বলবৎ থাকবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৭ই জুন ২০২১