Type Here to Get Search Results !

প্রতিবাদ দিবস পালনে চিকিৎসকরাঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


দেশের বিভিন্ন জায়গায় ডাক্তারদের উপর আক্রমণের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে সারাদেশে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে জিবিপি, আইজিএমসহ রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে বিক্ষোভ দেখান ডাক্তাররা। কালো ব্যাজ পড়ে প্রতিবাদে সামিল হন তারা। জিবিপি হাসপাতালে বিক্ষোভ প্রদর্শনকালে উপস্থিত ছিলেন আইএমএ'র ত্রিপুরা শাখার সভাপতি দামোদর চ্যাটার্জিসহ উন্যান্য ডাক্তাররা। শ্রী চ্যাটার্জি বলেন, ত্রিপুরাসহ দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসাসেবা দিতে গিয়ে আক্রান্ত হন ডাক্তাররা। অথচ ডাক্তাররা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে পরিষেবা দেন। তাই আগামীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, ডাক্তারদের যেন সুরক্ষা প্রদান করা হয়, এ ধরনের ঘটনায় যেন দোষীদের উপযুক্ত শাস্তি হয় এ সমস্ত বিভিন্ন দাবিতে দেশব্যাপী তাদের এই কর্মসূচি পালন করা হয়।

এবছর ন্যাশনাল প্রটেস্ট ডে'র স্লোগান হচ্ছে 'সেভ দি সেভিয়ার্স'। এই কর্মসূচিতে ডাক্তারদের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। তিনি আরো জানান, গত বছর করোনা পরিস্থিতিতে পরিষেবা দিতে গিয়ে প্রায় ৭৪০ জন ডাক্তার মারা গেছেন। এবছর এখন পর্যন্ত ৬০০ জনের বেশি ডাক্তারের মৃত্যু হয়েছে। তিনি বলেন, মানুষ যেন ডাক্তারদের সহযোগিতা করেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃসুমিত কুমার সিংহ

১৮ই জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.