আগামী ১৮ জুন থেকে সব রাজ্যকে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকের জন্য বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন এবার সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র। ২১ জুন সোমবার থেকে ১৮ উর্ধ্বরাও একেবারে বিনামূল্যে টিকা পাবে। রাজ্যগুলিকেও আর প্রতিষেধক কিনতে হবে না। কেন্দ্র ভ্যাকসিন কিনে সরবরাহ করবে রাজ্যকে। দারিদ্র, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, সকলকেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে এদিন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ব্যক্তি ফ্রিতে ভ্যাকসিন নিতে চাননা তাদের জন্যও আলাদা ভাবনা রয়েছে বলে জানান তিনি। ভ্যাকসিনের ২৫ শতাংশ যাতে বেসরকারি হাসপাতাল পেতে পারে সে ব্যবস্থাও জারি থাকবে। এক্ষেত্রে এক ডোজের জন্য সর্বোচ্চ ১৫০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে বেসরকারি হাসপাতাল। রাজ্যগুলিকেও টিকাকরণের আংশিক দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যগুলিও তাদের দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করছেন বলে জানান তিনি।
আরশিকথা দেশ-বিদেশ
৭ই জুন ২০২১