আগামী ১২ এবং ১৩ জুন জি৭ শীর্ষ সম্মেলনের বর্দ্ধিত বৈঠকে ভার্চুয়ালি যোগদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরবর্তী যুগে কীভাবে ঘুরে দাঁড়াবে বিশ্ব? পৃথিবীর জলবায়ুর পরিবর্তন বা আবহাওয়ার সংকট কীভাবে দূর করা সম্ভাব? জি৭ অন্তর্ভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের সঙ্গে সেই নিয়েও আলোচনা সারবেন প্রধানমন্ত্রী মোদি। মূলত ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন-কে নিয়ে গঠিত জি৭। পরবর্তী সময়ে গত ২ বছর ধরে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। আর এবার ভারত-সহ তিন অতিথি দেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকাও যোগ দেবে এই সম্মেলনে।
আরশিকথা দেশ-বিদেশ
১০ই জুন ২০২১