দেশে বসেই ভারতীয় সিমকার্ড ব্যবহার করে ব্যাঙ্ক জালিয়াতি চালাচ্ছে চীনা হ্যাকাররা। বেজিং, হুবেই এমনকি কুনমিং থেকে সহজে সল্টলেক, কলকাতা বা হাওড়ার বাসিন্দাদের কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে টাকা। টাকা তোলা হচ্ছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদের মতো বড় শহরের বাসিন্দাদেরও। কিছুদিন ধরেই ব্যাঙ্ক জালিয়াতির তদন্ত করছেন গোয়েন্দারা। কলকাতা পুলিশের কাছেও এর প্রমাণ ছিল। সম্প্রতি মালদহের সীমান্তবর্তী এলাকা থেকে বিএসএফের গোয়েন্দাদের হাতে ধৃত চীনের বাসিন্দা হান জুনউইকে জেরা করে জালিয়াতি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য মিলেছে।
বিএসএফের তরফে গোটা বিষয়টি কলকাতা ও রাজ্য পুলিশকে জানানো হচ্ছে। সতর্ক করা হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদেরও। ভারতের বাসিন্দাদের মোবাইল হ্যাক করে ব্যাঙ্ক জালিয়াতি করার জন্য চীনা হ্যাকারদের প্রয়োজন ছিল ভারতীয় সিমকার্ডের। সেই কারণে ধৃত চীনা ব্যক্তি অন্তর্বাসের আড়ালে ভারত থেকে চীনে পাচার করত সিমকার্ড। এখনও পর্যন্ত ধৃত চিনা ব্যক্তি ও তার সঙ্গীরা অন্তত ১৩০০ টি ভারতীয় সিমকার্ড চীনে পাচার করেছে। জাল নথিপত্র ব্যবহার করে সিমকার্ডগুলি সংগ্রহ করা হয়েছিল। কেন্দ্রীয় গোয়েন্দারা জালিয়াতির সঙ্গে ভারতীয় ব্যক্তিদের মোবাইলের তথ্য হ্যাকের বিষয়টি নিয়েও তদন্ত করছেন।
আরশিকথা দেশ-বিদেশ
১২ই জুন ২০২১