মাত্র অল্প কয়েক দিনের জন্যই পশ্চিম জেলার জেলাশাসকের দায়িত্ব পেয়েছিলেন রেভেল হেমেন্দ্র কুমার। তাকে যেতে হচ্ছে গোমতী জেলার জেলাশাসক পদে। পশ্চিম জেলার কাজ, দায়িত্ব সঠিক ভাবে বুঝে ওঠার আগেই ফের বদলি করা হলো তাকে। মঙ্গলবার রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগে বড়সড় এক বদলির তালিকা বের হয়। মোট ১৬ জন আইএএস এবং টিসিএস আধিকারিককে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন রেভেল হেমেন্দ্র কুমার। গোমতীর জেলাশাসক দেবপ্রিয় বর্ধন আসছেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক পদে। ঊনকোটির জেলাশাসক তাপস রায় সংখ্যালঘু কল্যাণ ও ওবিসি কল্যাণ দপ্তরের সচিব পদে সত্যজিৎ রায় নেওয়া হচ্ছে অর্থ দপ্তরের অডিট বিভাগের সচিব পদে। কাঞ্চনপুরের মহকুমা শাসক চান্দনী চন্দ্রান যাচ্ছেন সেকেন্ডারি এডুকেশন এর অধিকর্তা পদে। আইপিএস প্রিন্সিরানি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার পদ থেকে ফের পুলিশে ফিরছেন। তিনি পুলিশ হেডকোয়ার্টারে ডিআইজিপি পদে যোগ দেবেন। সাব্রুমের মহকুমা শাসক তড়িৎ কান্তি চাকমাকে নেওয়া হচ্ছে শিল্প-বাণিজ্য দফতরের অধিকর্তা পদে। সেইসঙ্গে টিআইডিসি-এর এমডি'র এমডি, ত্রিপুরা ব্যাম্বু মিশনের এমডি এবং পর্যটনের অধিকর্তার দায়িত্বও সামলাবেন। সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক তমাল মজুমদারকে বদলি করা হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা পদে। উত্তর ত্রিপুরার অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় চক্রবর্তীকে বদলি করা হয় স্কিল ডেভেলপমেন্টের অধিকর্তা পদে। সেকেন্ডারি এডুকেশন এর অধিকর্তা ইউ. কে চাকমা যাচ্ছেন ঊনকোটির জেলাশাসক পদে। পঞ্চায়েত দপ্তরের উপ অধিকর্তার সুভাষ আচার্জী যাচ্ছেন কাঞ্চনপুরের মহকুমা শাসক হিসেবে। সাব্রুমের অতিরিক্ত মহকুমা শাসক দেবদাস দেববর্মা এখন সাব্রুমের মহকুমা শাসকের দায়িত্ব সামলাবেন। এদিকে রাজস্ব দপ্তরের সচিব অমিতাভ চাকমা সাব্রুমের ডেপুটি কালেক্টর হিসেবে যোগ দেবেন। শিল্প-বাণিজ্য দপ্তরের অতিরিক্ত অধিকর্তা স্বপ্না দেবনাথ এই দপ্তরেরই অধিকর্তা এবং টিআইডিসি'র এমডি'র দায়িত্ব সামলাবেন। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে প্রকাশিত এই বদলির আদেশনামায় আন্ডার সেক্রেটারি মহ: এইচ রহমান-এর স্বাক্ষর রয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৮ই জুন ২০২১