Type Here to Get Search Results !

সাংসদ পদে রাজ্যসভায় মনোনীত বিশিষ্ট আইনজীবী মহেশ জেঠমালানি

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


রাজ্যসভায় মনোনীত হলেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি। সোমবার সংসদের উচ্চকক্ষে তাঁকে মনোনীত করা হল। রাজ্যসভার সাংসদ হিসেবে ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই পদে থাকবেন তিনি। চলতি বছরের আগস্টে ৬৫ বছরে পা দেবেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা আইনজীবী রাম জেঠমালানির পুত্র মহেশ। অপরাধ  সংক্রান্ত মামলা এবং জনসাধারণকে আইনি সাহায্য পাইয়ে দিতে রাম জেঠমালানির লড়াই এবং অবদান নিঃসন্দেহে স্মরণীয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশের পর, ১৯৮০ সালে ব্রিটিশ বার কাউন্সিল থেকে ব্যারিস্টার হন তিনি। গত ৪০ বছরে একাধিক মামলায় সাফল্য পেয়েছেন মহেশ জেঠমালানি। কর্মজীবনের শুরুতে মহারাষ্ট্রে তৎকালীন মুখ্যমন্ত্রী এ আর আন্তুলে মামলায় তাঁর সওয়াল আইনজীবী মহলে প্রশংসিত হয়েছিল। মহেশ জেঠমালানির রাজনৈতিক জীবন অবশ্য আজকের নয়। তিনি বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের জাতীয় কর্মসমিতির সদস্য থাকাকালীন ২০১২ সালে তৎকালীন সভাপতি নীতীন গড়কড়ির সঙ্গে সংঘাতের জেরে পদ ছাড়েন মহেশ।


আরশিকথা দেশ-বিদেশ

১লা জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.