Type Here to Get Search Results !

করোনা,আইনশৃঙ্খলা ও উন্নয়ন ইস্যুতে রাজ্য সরকারকে তোপ কংগ্রেসেরঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


কিছুদিন পর পরই বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে প্রদেশ কংগ্রেস। এবার মূলত: করোনা পরিস্থিতি ও উন্নয়নের ইস্যুতে সরব হল দল। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন পিসিসি সভাপতি পীযূষ কান্তি দে অভিযোগ করে বলেন, মানুষ করোনা ভ্যাকসিন ঠিকভাবে পাচ্ছে না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ফিরে আসতে হচ্ছে। সবাইকে টিকাকরণ ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, একজন ক্যাবিনেট মিনিস্টার এন সি দেববর্মা যেখানে নিজেই বলেছেন আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে সেখানে কংগ্রেসকে নতুন করে কিছু বলতে হবে না। পাহাড়ে উন্নয়নের কাজ থমকে আছে। বিজেপি ও আইপিএফটি এলাকায় তিপ্রা দলের জনপ্রতিনিধিদের কাজ করতে দিচ্ছে না। মানুষ যখন তাদেরকে ভোট দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে তখন তাদের কাজ করতে দিতে হবে। তিনি বলেন, ২৫ বছরের বাম শাসনে পাহাড় স্বাস্থ্যপরিসেবা, কর্মসংস্থান, পানীয় জল, রাস্তাঘাটসহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। এমনকি বিভিন্ন স্কিমে বেনিফিশিয়ারিরা ছিটেফোটাও পায়নি। আর এখন বিজেপিও কিছু করছে না। তিপ্রা দলকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার দাবি জানান পিসিসি সভাপতি। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ তুলে শ্রী বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী। এদিকে এই কোভিড পরিস্থিতিতে যারা কাজ হারিয়েছেন তাদের জন্য কাজের ব্যবস্থা করারও দাবি জানান তিনি।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

৩রা জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.