কাশ্মীরে লাগাতার জঙ্গিনিধন অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। বুধবার সেই অভিযানে ফের একবার বড়সড় সাফল্য পেল বাহিনী। ২৪ ঘণ্টার মধ্যে আরও এক এনকাউন্টারে খতম দুই হিজবুল জঙ্গি। মঙ্গলবার রাতে এই এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে জওয়ানরা। গুলির লড়াইয়ে খতম হয় দুই সন্ত্রাসবাদী। তাদের মধ্যে একজন হিজবুল মুজাহিদিন কুলগাম জেলার কমান্ডার শেহরাজ মৌলবি এবং অন্যজন মুদাসির রশিদ। রশিদকেও দীর্ঘদিন ধরে খুঁজছিল বাহিনী। ড্রোন আতঙ্কের মাঝেই দুই হিজবুল জঙ্গিকে নিকেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে খবর। গতকালই জেহাদি নেটওয়ার্কে বড়সড় আঘাত করেছিল যৌথবাহিনী। এনকাউন্টারে খতম হয়েছে লস্কর-ই-তইবার কমান্ডার নাদিম আবরার-সহ দুই জঙ্গি।
আরশিকথা দেশ-বিদেশ
৩০শে জুন ২০২১