অক্সিজেন সাপোর্টে রয়েছেন ৯৮ বছরের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। এখনও পর্যন্ত ভেন্টিলেশনে দিতে হয়নি তাঁকে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিবারের পক্ষ থেকে সোমবার টুইটারে এমনটাই জানানো হয়েছে। তবে কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে দিলীপ কুমারের। সেই রিপোর্টের প্রতীক্ষায় রয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য, শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় রবিবার মুম্বইয়ের খারে পিডি হিন্দুজা হাসপাতালে ভরতি করা হয় কিংবদন্তি অভিনেতাকে। তাঁর স্ত্রী সায়রা বানু জানান, গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল দিলীপ কুমারের। সেই কারণেই কোনও ঝুঁকি না নিয়ে এদিন তাঁকে হাসপাতালে ভরতির সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালে ভরতি হওয়ার পর থেকেই দিলীপ কুমারের স্বাস্থ্য নিয়ে নানা গুজব রটতে থাকে। সোমবার টুইটারে গুঞ্জন না ছড়ানোর অনুরোধ জানানো হয় তাঁর পরিবারের পক্ষ থেকে।
আরশিকথা দেশ-বিদেশ
৭ই জুন ২০২১