আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পরিবারের সঙ্গে জন্মদিন পালন করলেন লালু

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    বেশ কিছু বছর জেলেই কাটছিল সময়। সুসময় ফিরে এসেছে। পশু খাদ্য মামলায় ছাড়া পেয়েছেন জেল থেকে। তাই খোশ মেজাজে বাড়িতে জন্মদিন পালন করলেন লালু প্রসাদ যাদব। ২০১৯ , ২০২০। লালুর জন্মদিন কেটেছিল জেলে বসেই। ৭৪ তম জন্মদিন লালু শুরু করলেন নতুন ভাবে। পরিবারের সঙ্গে সেলিব্রেট করলেন জন্মদিন। বৃহস্পতিবার রাত বারোটা বাজতেই তাঁর পাটনার বাড়িতে কেক কাটা হয়। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাবড়ি দেবী, মেয়ে মিসা ভারতী, নাতি-নাতনিরা। কেক খাইয়ে দেন মেয়ে ও স্ত্রী। ট্যুইটারে সেই ছবি শেয়ার করেন মেয়ে মিসাই। পোস্ট করে লেখেন, ‘বাবার থেকে পৃথিবীর শুরু। বাবা যেখানে, সেখানেই পৃথিবী’।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১১ই জুন ২০২১
     

    3/related/default