Type Here to Get Search Results !

এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেবে রাজ্যের গর্বের মেয়ে অর্শিয়া ঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


চলতি বছর আগামী ২৩ জুলাই বসছে এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের আসর। এ বছর দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে রাজ্যের গর্বের মেয়ে অর্শিয়া দাস। উল্লেখ করা যেতে পারে ২০১৯ সালে মাত্র ৮ বছর বয়সে উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে ব্লিটজ ইভেন্টে সোনা জেতার পাশাপাশি স্ট্যান্ডার্ড ইভেন্টে ব্রোঞ্জ এবং র‍্যাপিড ইভেন্টে চতুর্থ স্থান ছিল তার দখলে। সেবছর এই চ্যাম্পিয়নশিপে ভারতের দখলে একমাত্র সোনার মেডেলটি ছিল অর্শিয়ারই দখলে। আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ভারতের জন্যে সোনার মেডেল জিতে দেশে রীতিমত হইচই ফেলে দিয়েছিল সে। তাছাড়া অনূর্ধ্ব-৭ ন্যাশনাল গার্লস চ্যাম্পিয়নশিপ, টেলিগ্রাফ চ্যাম্পিয়নশিপ, নর্থ-ইস্ট চ্যাম্পিয়নশিপসহ প্রচুর খেতাব রয়েছে অর্শিয়ার ঝুলিতে।

এবারও অর্শিয়া এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে দেশের তথা রাজ্যের নাম উজ্জ্বল করবে এমনটাই বিশ্বাস রাজ্যের ক্রীড়ামহলের। উল্লেখ্য,অর্শিয়া প্রশিক্ষণ নেয় রাজ্যের একসময়ের প্রখ্যাত দাবাড়ু প্রসেনজিত দত্তের কাছে। রাজ্যের গর্ব খুদে এই দাবাড়ুর বাবা পূর্ণেন্দু দাস বিএসএনএল-এর কর্মী এবং মা অর্ণিশা নাথ দাস গৃহিণী।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১৩ই জুলাই ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.