আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মাথায় হেলমেট আর মুখে মাস্ক থাকায় ফ্রিতে পেট্রলঃ বর্ধমান  

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    হেলমেট ও মাস্ক পরা বাইক আরোহীদের হাতে তুলে দেওয়া হল ৫০০ মিলিলিটার পেট্রল। শুধু তাই নয়, বৃক্ষরোপণ করার পর সেই ছবি যাঁরা দেখাতে পেরেছেন, পুরস্কার হিসেবে তাঁদের ৫০০ মিলিমিটার সরষের তেলও দেওয়া হয়েছে বিনামূল্যে। করোনা কালে মাস্ক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষার তাগিদে এই অভিনব উদ্যোগ নিয়েছে মেমারির এক স্বেচ্ছাসেবী সংস্থা।সোমবার বর্ধমানের রেলওয়ে ওভারব্রিজের উপরে এই কর্মসূচি পালন করা হয়। পঞ্চাশজন বাইক আরোহীকে বিনামূল্যে পেট্রল ও ১০ জনকে সরষের তেল দেওয়া হয়। পথ নিরাপত্তার তাগিদে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি অনেক দিনের। নানা ভাবে তার প্রচার চালানো হয়। এর পাশাপাশি কোভিড পরিস্থিতিতে মাস্ক পরাও খুবই জরুরি। সেই সচেতনতা বাড়াতেই স্বেচ্ছাসেবী সংস্থার এই বিশেষ উদ্যোগ।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১৯শে জুলাই ২০২১
     

    3/related/default