আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পৃথিবীতে কোনও সৌরঝড়ের আশঙ্কাই নেই, আশ্বস্ত করলেন বিশেষজ্ঞরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    প্রতি ঘণ্টায় প্রায় ১৬ লক্ষ কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়। এর প্রভাবে মোবাইল সিগন্যাল, রেডিও সিগন্যাল, জিপিএস নেভিগেশন বিচ্ছিন্ন হতে পারে। প্রভাব পড়তে পারে স্যাটেলাইট টিভির উপরেও। এমনই খবর গত সপ্তাহ থেকে ঘুরপাক খাচ্ছে। যাকে কেন্দ্র করে আতঙ্কও ছড়াচ্ছিল। কিন্তু অবশেষে সুখবর। সংবাদ সংস্থা এপি সূত্রে জানানো হয়েছে, বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, এমন কোনও সৌর ঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে না। যে আশঙ্কা করা হচ্ছে তা ভিত্তিহীন। Spaceweather.com নামের এক ওয়েবসাইটে দাবি করা হয়েছিল, পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়। সূর্যের গহ্বরে থাকা গর্ত থেকে সেই ঝড় নির্গত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। এবং তার ধাক্কায় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে প্রভাব পড়বে।

    অবশেষে এপি সূত্রে জানিয়ে দেওয়া হল, এমন আশঙ্কা অমূলক। এই ধরনের কোনও সৌর ঝড় পৃথিবীতে আছড়ে পড়ার কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই।সংস্থার মহাকাশ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিল মুরটাগ এবিষয়ে সকলকে আশ্বস্ত করেছেন। তবে পৃথিবীর দিকে ধেয়ে না এলেও গত ৩ জুলাই এক সৌর শিখা দেখা গিয়েছিল। গত চার বছরের মধ্যে এমন উজ্জ্বল আলো সূর্য থেকে এভাবে পাওয়া যায়নি। তিনি জানিয়েছেন, ‘‘সৌভাগ্যবশত আমরা ৯.৩ কোটি মাইল দূরে রয়েছি। এর ফলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ও বায়ু মণ্ডল এই ক্ষতিকারক বিকিরণের হাত থেকে রক্ষা পায়।’’


    আরশিকথা দেশ-বিদেশ

    ১৮ই জুলাই ২০২১

     

    3/related/default