Type Here to Get Search Results !

পাক গুপ্তচর সংস্থাকে নথি পাচারের অভিযোগে আটক ২ ভারতীয় জওয়ান

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে গুরুত্বপূর্ণ গোপন নথি পাচার করার অভিযোগে আটক ভারতীয় সেনার ২ জওয়ান। তাঁদের নাম হরপ্রীত সিং (২৩) ও গুরবেজ সিং (২৩)। মঙ্গলবার তাদের পাকড়াও করে পাঞ্জাব পুলিশ। অমৃতসরের বাসিন্দা হরপ্রীত ১৯ রাষ্ট্রীয় রাইফলসের হয়ে অনন্তনাগে কর্মরত ছিল। ১৮ শিখ লাইট ইনফ্যান্ট্রির জওয়ান গুরবেজ কারগিলে মোতায়েন ছিল। সীমান্তে ফৌজ মোতায়েন ও সেনাঘাঁটি নিয়ে বিগত চার মাসে অন্তত ৯০০টি অত্যন্ত গোপন নথি পাক গুপ্তচর সংস্থাটির হাতে তুলে দিয়েছে তারা। ধৃতদের জেরা করবেন সেনার গোয়েন্দারা বলে খবর। কতদিন ধরে আইএসআইয়ের সঙ্গে কাজ করছিল তারা এবং কোন ধরনের নথি পাচার হয়ে গিয়েছে সেইসব তথ্য জানতেই জেরা করা হবে ধৃতদের। পাশাপাশি দেশে ও সেনাবাহিনীর অন্দরে পাক গুপ্তচর সংস্থাটির চর রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখবেন তদন্তকারীরা। তদন্তকারী অফিসারদের অনুমান, ওই জওয়ানদের সম্ভবত হানি ট্র্যাপে ফেলে পাকিস্তানের হয়ে চরবৃত্তিতে নিয়োগ করা হয়।


আরশিকথা দেশ-বিদেশ

৬ই জুলাই ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.