বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাস্বরূপ আম পাঠিয়েছিলেন। তারই প্রতিদানস্বরূপ রাজ্যের প্রসিদ্ধ আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কিউ প্রজাতির ১০০ প্যাকেট আনারস রবিবার আখাউড়ার সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। ভারতের প্রতিনিধি অর্থাৎ রাজ্য সরকারের প্রতিনিধিরা বাংলাদেশের প্রতিনিধিদের হাতে আনারসের প্যাকেটগুলি তুলে দেন।
ছিলেন উদ্যান দপ্তরের আধিকর্তা, শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকর্তাসহ অন্যান্য আধিকারিকরা। কুমারঘাট ও অম্পি এলাকার চাষীদের কাছ থেকে আনারসগুলি কেনা হয়েছে। প্রতিটি বাক্সে চারটি করে আনারস রয়েছে। একটি বাক্সের ওজন ৭ থেকে ৮ কেজি। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সৌভ্রাতৃত্বের সম্পর্ক আরো মজবুত রাখতেই এই উদ্যোগ বলে জানানো হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১১ই জুলাই ২০২১