শনিবার সকালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা দেন পীযুষকান্তি বিশ্বাস। এআইসিসি খবর পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে। ইস্তফা তুলে নিতে বলে। জানানো হয় রাজ্যে সমস্যা নিয়ে কথা বলতে যাবেন পর্যবেক্ষক অজয় কুমার। তার পর শেষ পর্যন্ত মত বদলান পীযুষবাবু। পিছিয়ে আসেন পদত্যাগের সিদ্ধান্ত থেকে। উল্লেখ্য,পীযুষবাবুর পদত্যাগের পর তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি সরাসরি তা নাকচ করে দেন। বলেন, রাজনীতি আর করবেন না। নিজের আইনি পেশা নিয়েই থাকবেন। তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বললেও রাজনৈতিক মহল কিন্তু তা মানতে চায়নি। সম্প্রতি তিনি সাংবাদিক সম্মেলন করা থেকে দলীয় কর্মসূচি, সবকিছুতেই ছিলেন তৎপর। তারপর কি এমন হল যে হঠাৎই সভাপতির পদ, এমনকি রাজনীতিই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন? তা নিয়ে দিনভর চলে নানা জল্পনা ও গুঞ্জন। পদত্যাগের সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছিয়ে আসায় এদিন রাতে সমস্ত জল্পনার অবসান ঘটে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২১শে আগস্ট ২০২১