Type Here to Get Search Results !

পুরনো যানবাহন স্ক্র্যাপিংয়ের নয়া নীতি চালু করলেন নরেন্দ্র মোদী

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


শুক্রবার পুরনো যানবাহন স্ক্র্যাপিংয়ের নয়া নীতির সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, এটি চলার অযোগ্য পুরনো যানবাহনের সংখ্যা কমিয়ে রাস্তাঘাট আরও নিরাপদ করবে। সেই সঙ্গে পরিবেশ দূষণ রোধেও সহায়তা করবে।

তিনি বলেন, 'এই নীতির বাস্তবায়নের ফলে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে। এটি একটি নতুন ক্ষেত্রের সূচনা করবে। এখানেই দেশের প্রায় ৩৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।'

ভিহেকল স্ক্রাপিং পলিসি কী?

পুরনো ও চলার অযোগ্য গাড়ি নির্দিষ্ট শর্ত পূরণে ব্যর্থ হলে এটি প্রযোজ্য হবে। নয়া নীতির আওতায় সেই গাড়ি স্ক্র্যাপ করা হবে। অর্থাত্ এটির ধাতু, বিভিন্ন যন্ত্রাংশ প্রক্রিয়াকরণ করা হবে।

গাড়ি যাচাইয়ের জন্য তৈরি করা হবে স্বয়ংক্রিয় টেস্টিং স্টেশন। সেই সঙ্গে রেজিস্ট্রেশন-প্রাপ্ত স্ক্র্যাপিং-এর দোকানও থাকবে দেশজুড়ে।বিভিন্ন উন্নত দেশেই স্ক্যাপ ইয়ার্ড থাকে। সেখানে ব্যবহারের অযোগ্য গাড়ি জলের দরে বেচে দেন গাড়ির মালিকরা। সেই গাড়িগুলি প্রক্রিয়াকরণ করে ধাতু, যন্ত্রাংশ সংগ্রহ করা হয়।


আরশিকথা দেশ-বিদেশ

১৩ই আগস্ট ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.