ঝাঁসি স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব রেখেছে উত্তরপ্রদেশ সরকার। ঝাঁসি বিখ্যাত রানি লক্ষ্মীবাঈয়ের নামে। তাই রাজ্য সরকার তাঁর নামেই এই স্টেশন উৎসর্গ করতে চায়। প্রস্তাবিত নাম রাখা হয়েছে বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ রেলওয়ে স্টেশন। ইতমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে যোগী আদিত্যনাথের সরকার।এর আগেও যোগীর সরকার বেশ কয়েকটি শহর, স্টেশনের নাম পরিবর্তন করেছে। ইলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রাখা হয়েছে। ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা রাখা হয়েছে। সম্প্রতি মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে এই প্রস্তাব সংশ্লিষ্ট দফতরের কাছে পাঠানো হয়েছে। সেই দফতর যদি যোগী সরকারের এই প্রস্তাবে সায় দেয়, তা হলে নাম পরিবর্তনের তালিকায় নতুন সংযোজন হবে ঝাঁসি রেলস্টেশন।
আরশিকথা দেশ-বিদেশ
৩রা আগস্ট ২০২১