১০ দফা দাবিতে সেপ্টেম্বর মাস ব্যাপী আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। গত ৬ থেকে ৮ আগস্ট কমিটির অধিবেশনে তা সিদ্ধান্ত হয়েছিল। তারপর বৃহস্পতিবার দলের রাজ্য কমিটির সভায় এ বিষয়ে চর্চা হয়। শুক্রবার দলের রাজ্য সম্পাদক গৌতম দাস এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। প্রতিটি মহকুমায় আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে বলে জানান তিনি। তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে করোনার টিকা উৎপাদন আরো বৃদ্ধি করা এবং তা সার্বজনীন করা। যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন। এছাড়াও রয়েছে আয়করের আওতায় নয় এমন প্রতিটি পরিবারকে মাসে সাড়ে সাত হাজার টাকা প্রদান ও মাথাপিছু ১০ কেজি করে খাদ্য সামগ্রী বিনামূল্যে প্রদান।
শ্রী দাস জানান পথসভা, বিক্ষোভ মিছিল ইত্যাদি নানা কর্মসূচি পালন করা হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে জিএমপি নেতা তথা প্রাক্তন বনমন্ত্রী নরেশ জমাতিয়াও ছিলেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২০শে আগস্ট ২০২১