আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাংলাদেশকে ৩১টি অ্যাম্বুলেন্স দিলো ভারত

    আরশি কথা

    আবু আলী ঢাকা, আরশিকথা ॥ বাংলাদেশকে উপহার হিসেবে ৩১টি অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত। একইসঙ্গে প্রায় বিশ টনের মতো মেডিক্যাল সামগ্রীও সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে এই উপহারসামগ্রী হস্তান্তর করেন ঢাকায় ভারতের রাষ্ট্রদূত বিক্রম দুরাইসোয়ামি। এর আগে গত ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় তিনি ১০৯টি অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা এই উপহারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো। বাংলাদেশ-ভারতে যখন করোনার প্রকোপ অনেক বেশি ছিল, তখন বাংলাদেশ রেমডিভিসি-সহ অন্যান্য মেডিক্যাল সামগ্রী ভারতকে উপহার হিসেবে দিয়েছিল।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ১৭ই আগস্ট ২০২১
     

    3/related/default