আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ব্রোঞ্জ জিতলেন লভলিনা তৃতীয় পদক এল ভারতে

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ



     অলিম্পিক্সে আরও একটি ব্রোঞ্জ জয় ভারতের। সেমিফাইনালে হেরে গেলেও লভলিনা বড়গোহাঁইয়ের হাত ধরে তৃতীয় পদক পেল ভারত। তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে হেরে গেলেন তিনি। ০-৫ ব্যবধানে হেরে গেলেন লভলিনা। শুরু থেকেই বিশ্ব চ্যাম্পিয়ন সুরমেনেলির বিরুদ্ধে পিছিয়ে ছিলেন লভলিনা। ২৪ বছরের ভারতীয় বক্সারকে যেন ক্লান্ত দেখাচ্ছিল বুধবার। সেমিফাইনালে যে কঠিন লড়াই অপেক্ষা করছে জানতেন তিনি। তবে সোনার জন্য লড়তে চাওয়া লভলিনা যেন নিজের কথা রাখতে পারলেন না। সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ নিয়েই খুশি থাকতে হবে তাঁকে। মীরাবাই চানু, পিভি সিন্ধুর পর আরও এক মেয়ের হাত ধরেই পদক এল ভারতে। দেশের তৃতীয় বক্সার হিসেবে অলিম্পিক্সে পদক পেলেন লভলিনা।


    আরশিকথা দেশ-বিদেশ

    ৪ঠা আগস্ট ২০২১

    3/related/default