আবারো সিপিএমকে তথা বিরোধী দলনেতা মানিক সরকারের তীব্র সমালোচনা করল বিজেপি। প্রদেশ বিজেপি'র মুখপাত্র সুব্রত চক্রবর্তী বুধবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, মানিক সরকারের অভিধানের নতুন কোনো শব্দ নেই। তিনি সব সময় নেই নেই করেন। এখন যে উন্নয়ন হচ্ছে তা তিনি দেখতে পাচ্ছেন না। মানিকবাবু সব সময় বলেন গণতন্ত্র নেই, উন্নয়ন নেই, রাস্তা নেই, জল নেই। অথচ ছোট্ট এই রাজ্য ত্রিপুরায় ৮ টি জাতীয় সড়ক, এস ই জেড, প্রধানমন্ত্রী আবাস যোজনা কিছুই দেখতে পান না তিনি। সব সময় কর্পোরেটদের কথা বলেন। ত্রিপুরাকে ১৪ হাজার কোটি টাকা ঋণ এর নিচে ফেলে গেছেন। সেই জায়গা থেকে টেনে তুলছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাই তিনি পরামর্শ দেন বিরোধী দল যেন গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করে।
এক প্রশ্নের উত্তরে শ্রী চক্রবর্তী বলেন, ২৭ সেপ্টেম্বর সংযুক্ত কিষাণ মোর্চা যে বনধের ডাক দেওয়া হয়েছে তার জন্য বিজেপির বনধের বিরোধিতায় মাঠে নামতে হবে না। কৃষি আইনে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়। অথচ সিপিএম এই কৃষি আইনের বিরোধিতা করছে। রাজ্যবাসী বনধ মানবে না বলে জানান তিনি।১৪৪ ধারা জারি প্রসঙ্গে তিনি বলেন, করোনাকে খুব ভালোভাবে মোকাবেলা করেছে রাজ্য সরকার। তৃতীয় ঢেউ ঠেকাতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রশাসন আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বিপর্যয় মোকাবিলা বিষয়টি জেলাশাসক দেখেন। ত্রিপুরাবাসীকে বাঁচানোর জন্য তিনি যা ভাল সিদ্ধান্ত নেয় তাই নিয়েছেন। এদিকে কাকড়াবনে এদিন ৭২০ পরিবারের ২৮৯১ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানানো হয়। তাছাড়া মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১৫৪ জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য সরকারকে ধন্যবাদ জানায় শাসক দল।আরশিকথা ত্রিপুরা সংবাদ
২২শে সেপ্টেম্বর ২০২১