কংগ্রেসের হয়ে ত্রিপুরা-সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্বও সামলেছেন তিনি। বুধবার তিনি যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। তিনি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো।আগামী বছর গোয়ায় বিধানসভা ভোট। তার আগে, বুধবারই তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন ৭০ বছর বয়সী এই নেতা। সোমবারই কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ফেলেইরো। কংগ্রেসের সঙ্গে দীর্ঘ চল্লিশ বছরের সম্পর্ক ছিন্ন করেন। বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূলে যোগ দেবেন তিনি। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, লুইজিনহো আমাদের পরিচিত লোক। আমাদের টুপিতে একটা পালক যোগ হল। কোনও ম্যাচিওরড লোককে ভাঙানো হয় না। ওনারা নিজে থেকেই যোগ দিতে চান। কংগ্রেস কোভিড নিয়ে রাস্তায় নামতে পারেনি, নানা ক্ষেত্রেই কিছু করতে পারছেন না। তাই নেতারা কংগ্রেস ছাড়ছেন। উল্লেখ্য, গোয়ার দু’বারের মুখ্যমন্ত্রী লুইজিনহো। দু’দফায় ২৪৫ দিন গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। কংগ্রেসের হয়ে ত্রিপুরা সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্বও সামলেছেন লুইজিনহো৷
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসুত্রঃ ইন্টারনেট
২৮শে সেপ্টেম্বর ২০২১